বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।  বুধবার (৪ ডিসেম্বর) এএনআই'র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়ছে, গেলো ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলার ঘটনার পর অবস্থা সংকটময় হয়ে ওঠে । সেই ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়াস্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হয়েছে। 

বিএসএফের সেকেন্ড-ইন-কমান্ড রাজেশ কুমার লাঙ্গের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়ছে ,পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ভারতে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ সদস্যরা উচ্চ সতর্কতায় রয়েছে। যাতে কোনো অস্থিরতা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।  

রাজেশ কুমার আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিএসএফ আরো সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ভারতের সীমান্ত আরো সুরক্ষিত থাকে। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।  প্রতিটি সদস্য সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনে সর্বদা সচেষ্ট।’

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন বিএসএফ | বাংলাদেশ সীমান্তে