আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন, এ লক্ষ্যে সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতারাও নিরলস কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি যে, আমরা ঐক্যবদ্ধ আছি। বললেন, ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে ছিলেন। প্রত্যেকেই বলেছেন- চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদের দুই নির্মাণ শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলেও গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। বৈঠকে সবাই এটিকে সাধুবাদ জানিয়েছে, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি, বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছেন, তারা তাদের সেই অবস্থান ব্যক্ত করেছেন। তো আমরা লক্ষ করেছি যে আমাদের মধ্যে আলহামদুল্লিলাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সেটিকে সামনে আরও কীভাবে ধরে রাখা যায়, সে জন্য আজকে আমরা কথা বলেছি’।
এ ইসলামি বক্তা বলেন, সবাই মন খুলে যার যার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা সবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন যে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ- যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না, সেটি গড়বার জন্য তারা কাজ করছেন।
আই/এ