ওমানের মাসকটে অনুষ্ঠিত যুব এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল। এতে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। হকিতে বাংলাদেশের কোনো দলের কোনো পর্যায়ে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপে খেলা।
এ সাফল্যে বাংলাদেশ যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। এর আগে গতকাল সকালে দেশে ফেরার পর হকি ফেডারেশনের পক্ষ থেকে অনূর্ধ্ব-২১ হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিমানবাহিনীর ফ্যালকন হলে সংবর্ধনাও দেওয়া হয়েছে তাদের।