পেনাল্টি নেওয়ার সময় নেইমারের কৌশল অনুকরণ করার চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে। আর এ জন্য পেনাল্টি মিস করছেন তিনি। রিয়াল মাদ্রিদ তারকা স্পট-কিকগুলিতে 'দক্ষ নন'।
এমবাপ্পের সমালোচনা করে এমনটাই বলেছেন সাবেক ফরাসি ফুটবলার কেভিন ডিয়াজ। তিনি বলেছেন এমবাপ্পে গোলরক্ষককে দেখার ভান করে, কিন্তু যখন কিক নিতে যায়, তখন তিনি কিপারের দিকে মোটেও তাকান না। সম্ভবত এমবাপ্পে নেইমারকে অনুকরণ করার চেষ্টা করছেন, বিশেষ করে প্যারিস সেন্ট জার্মেইতে থাকাকালীন পেনাল্টি সংক্রান্ত বিতর্কের কথা বিবেচনা করে।
এক সপ্তাহের ব্যবধানে দুটি পেনাল্টি মিস করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিসের পর, লা লিগায় অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষেও একই ভাবে পেনাল্টি মিস করেছেন এই ফরাসি তারকা। এমবাপ্পের পেনাল্টি মিস ভুগাচ্ছে রিয়াল মাদ্রিদকেও।
স্প্যানিশ ক্লাবটিতে নাম লিখিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এমবাপ্পে। টানা দুই ম্যাচে পেনাল্টি মিস করায় ব্যাপক ট্রলের মুখে পড়তে হচ্ছে তাকে। ফুটবলের নানা বিষয় নিয়ে মজা করা ‘ট্রলফুটবল’ নামের ইনস্টাগ্রাম আইডি থেকে এমবাপ্পেকে মিস পেনাল্ট খেতাব দেওয়া হয়েছে!