গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশের দলটির জয়ের দিনে ৫ ছক্কা ৭ চারে অপরাজিত ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অব দা ফাইনাল হয়েছে সৌম্য সরকার।
অথচ সৌম্যর গায়ানা থেকে জাতীয় দলে যোগ দিতে সেন্ট কিটসের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিলো। সঙ্গে রিশাদ হোসেন আর আফিফ হোসেনেরও। কিন্তু রংপুর রাইডার্সের দেশি খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতেই থেকেছেন তিন ক্রিকেটার।
শনিবার বাংলাদেশ সময় সকালে গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নামা রংপুর উদ্বোধনী জুটিতেই তোলে ১২৪ রান। শেষ পর্যন্ত ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর।
অন্যদিকে ভিক্টোরিয়া অলআউট হয়েছে মাত্র ১২২ রানে। অর্থাৎ রংপুরের উদ্বোধনী জুটির রানই তুলতে পারেনি অস্ট্রেলিয়ার দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৩ (সৌম্য ৮৬, টেলর ৬৮, মাডসেন ১০; ড্রেকস ১/২০)। ভিক্টোরিয়া: ১৮.১ ওভারে ১২২ (ক্লার্ক ৪০, ম্যাকডোনাল্ড ১৬; হারমিত ৩/১৯, সাইফ ২/২১, মেহেদী ২/২০, রিশাদ ২/২৬)। ফল: রংপুর রাইডার্স ৮৬ রানে জয়ী। ম্যান অব দ্য ফাইনাল: সৌম্য সরকার। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: সৌম্য সরকার