ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা।
রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে রেজিস্ট্রার ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্যরা বলেন প্রতি বছর প্রায় ২৫০-৩০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় কোটার মধ্য দিয়ে ভর্তি হয়। পোষ্য কোটায় ২৬ দশমিক ৪৭ নম্বর পেয়েও শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। অথচ ৬৭-৭০ নম্বর পেয়েও মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পায় না।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর কোটা বাতিলের দাবিতে আন্দোলন লজ্জাজঙ্ক। দাবি বাস্তবায়ন না হলে ২৪ এর অভ্যুথান পরবর্তী বিশ্ববিদ্যালয়ের এ প্রশাসনের বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন এ শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন,শিক্ষার্থীরা দাবি জানানোর আগেই তিনি এ ব্যাপারে কাজ শুরু করেছেন। ভর্তি বিষয়ক কমিটির মিটিংয়ে তিনি ভিসি কোটা বাতিলের প্রস্তাব জানিয়েছেন। অভ্যুত্থানের চেতনা ধারণ করে উপস্থিত সবাই তার এ প্রস্তাবকে সমর্থন করেছেন।
আই/এ