বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। আজ দুপুরের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টার এই বৈঠক শেষ হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার পর থেকে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের নেতৃত্বে দুই দেশের সচিবদের বৈঠক শুরু হয়।
আজ বিকেলে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন গণমাধ্যমকে বৈঠকের বিষয়ের ব্রিফিং করবেন।
বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কোন বিষয়গুলো আলাদা করে গুরুত্ব পেয়েছে, তা তাৎক্ষনিকভাবে এখনো জানা যায়নি।
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ হওয়ার পর বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজ সেরে নেন। এরপর প্রথমে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
আজ সকালে ভারতীয় বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন বিক্রম মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক দিক পরিবর্তনের পর ভারত সরকারের পক্ষ থেকে এই প্রথম কোনো প্রতিনিধি ঢাকা সফর করলেন।
আজ রাতেই ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে বিক্রম মিশ্রির।
এম এইচ//