দেশজুড়ে

পঞ্চাশোর্ধ্ব ট্রাফিক পুলিশকে মারধর, হামলাকারী ২ নারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাফিক কনস্টেবল নাজমুল ইসলামকে চড়থাপ্পড় ও জুতা দিয়ে পেটানোর ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চাশোর্ধ্ব ওই পুলিশ সদস্যকে মারধরের ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি আলোচনার জন্ম দেয়।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব

তিনি জানান,  ট্রেনের সিগন্যাল পড়লে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। ট্রাফিক পুলিশ বাধা দিলে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত নারীরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কুষ্টিয়া