বিনোদন

বন্ধ হলো গান বাংলা টেলিভিশনের সম্প্রচার

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় মিউজিকভিত্তিক টিভি চ্যানেল 'গান বাংলা'র সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। প্রায় দেড় কোটি টাকার বেশি  বকেয়া ফি পরিশোধ না করার কারণে 'বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি' (বিএসসিএল) চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা সম্প্রচার বিচ্ছিন্ন করে বিএসসিএলের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (গান বাংলা টেলিভিশন)’–এর সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে।’

জানা গেছে, গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ টাকা বকেয়া আছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ফারজানা মুন্নী।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন গানবাংলা | টেলিভিশন