বিনোদন

চলে গেলেন সংগীতের পাপিয়া সারোয়ার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম গণমাধ্যমে জানান, প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজ শেষ করে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে পাপিয়া বয়স হয়েছিল ৭২ বছর। লম্বা সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করলেন তিনি।

১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন পাপিয়া সারোয়ার। ছোটবেলা থেকেই রবীন্দ্র সংগীতের প্রতি ভালোবাসা ছিল তার। ষষ্ঠ শ্রেণিতে থাকতে ছায়ানটে, এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। পাপিয়া ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভির তালিকাভুক্ত শিল্পী ছিলেন।

সংগীতের জগতে নিজেকে বিস্তৃত করা পাপিয়া ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ পান। এরপর ২০২১ সালে একুশে পদকের মতো সম্মানজনক পুরস্কারে ভূষিত হন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন পাপিয়া সারোয়ার | রবীন্দ্র সংগীতশিল্পী