সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে ফিরে ভালো করেননি তিনি, ১৩ রানে আউট হন। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেকে উজ্জ্বল ভূমিকায় হাজির করলেন। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে অর্ধশতক করেছেন এই বাঁহাতি ব্যাটার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেটের বিপক্ষে চট্টগ্রামে বিভাগের ম্যাচে তামিমকে মারকুটে দেখা গেছে।
তামিম যখন ফিরলেন, তার নামের পাশে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস। তোফায়েল আহমেদের বলে ছক্কা মারতে গিয়ে খালেদ আহমেদের হাতে ক্যাচ হয়েছেন তিনি।
তামিমের ইনিংসে ৮ টি চার, ৩ টি ছক্কার মার ছিল। তার স্ট্রাইকরেট ছিল ১৯৬.৯৭। স্বীকৃত টি-টোয়েন্টিতে তার হাফ-সেঞ্চুরি ছাড়ানো ইনিংসে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইকরেট ছিল আজকের ইনিংসে।
প্রথম দশ ওভারেই তামিমের দল ১৪৫ রান তোলে। অবশ্য শেষপর্যন্ত ১৪৫ রান করে থেমেছে চট্টগ্রাম।
এম এইচ//