আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই এফবিআই প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

যুত্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে ছবি: সংগৃহীত

গেলো নভেম্বরের নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প আসছে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই পরিচালৈক ক্রিস্টোফার রে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন। ইতোমধ্যে দায়িত্ব গ্রহণের আগেই ক্রিস্টোফার রে-কে বরখাস্ত  ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে পদত্যাগের ঘোষণা দেন। দুই এক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পরে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠকে বক্তৃতাকালে রে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যুরো এবং আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে- জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপর পদত্যাগ করা। আমার দৃষ্টিতে ব্যুরোকে ঝামেলার গভীরে নিয়ে যাওয়া এড়াতে এটাই সর্বোত্তম পন্থা’।  

ট্রাম্প অবশ্য ইতোমধ্যেই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। কাশ প্যাটেল হচ্ছেন ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এফবিআই পরিচালক পদে যোগ দেবেন তিনি। 

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন এফবিআই