আন্তর্জাতিক

ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক হত্যাকাণ্ডের নতুন ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

চার্লি কার্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ক হত্যাকাণ্ডের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রকাশিত নতুন ভিডিওতে, সন্দেহভাজন হত্যাকারী (পারসন অফ ইন্টারেস্ট) ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে দেখা যায়। এরপরে পাশের একটি জঙ্গলে আশ্রয় নেন তিনি।

গেলো বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ  বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক অনুষ্ঠানে কথা বলা সময় ছাদ থেকে কার্কের ঘাড়ে গুলি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনার দুইদিন পেরিয়ে গেলো হত্যাকারীকে ধরা সম্ভব হয়নি। হত্যাকারীকে ধরতে ও তথ্য পেতে এক লাখের ডলারের পুরষ্কার ঘোষণা করেছে এফবিআই।

হত্যাকাণ্ডের পরপরই হত্যাকারীকে ধরা হয়েছে, এমন তথ্য দেন এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল। তবে পরে বিষয়টি অস্বীকার করেন তিনি।

এদিকে চার্লি কার্কের হত্যাকাণ্ডের জন্য ‘কট্টর বামদের’ দায়ী করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #চার্লি কার্ক