খেলাধুলা

হ্যামিল্টনে সাউদির শেষ টেস্ট, ব্রিসবেনে ভেসে গেলো দিন

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে থাকবে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি দিয়েছে ১০৫ রান। এরপর আর ২১০ রান যোগ করতেই ৯ উইকেট পড়ে গেছে স্বাগতিকদের।

এখন ৯ উইকেট হারিয়ে ৩১৫ রানে অবস্থান করছে কিউইরা।

টম ল্যাথামের ৬৩ রান, উইল ইয়াংয়ের ৪২ রান, কেন উইলিয়ামসনের ৪৪ রান, মিচেল সান্টনারের অপরাজিত ৫০ রান ছিল নিউজিল্যান্ডের ভরসা। বাকি ব্যাটাররা ইনিংস বড় করতে পারেননি।

ইংলিশদের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন ম্যাথু পটস ও গাস আটকিনসন।

টিম সাউদির শেষ টেস্ট ম্যাচ রাঙাতে চাইবেন তিনি নিজে ও পুরো নিউজিল্যান্ড দল। সাউদি সাদা পোশাকের শেষ ম্যাচে নিজের মেয়েকে কোলে নিয়ে মাঠে প্রবেশ করেন। অন্যদিকে ইংল্যান্ডের চেষ্টা থাকবে দ্বিতীয় দিনের শুরুতেই কিউইদের অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নামতে।

এদিকে, অস্ট্রেলিয়া ও ভারতের ব্রিসবেন টেস্টের প্রথম দিন ছিল আজ। তবে দিনের পুরোটা বৃষ্টিতে ভেসে গেছে। মাত্র ১৩.২ ওভার চলা খেলায় বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে ভারত। উসমান খাজা ১৯ রান, নাথান ম্যাকসুইনি ৪ রানে অপরাজিত আছেন।

বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ড | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ভারত