পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ঘন কুয়াশায়র কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এসব নৌ রুটে ফেরি ও লঞ্চসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানান যায়, গতকাল রোবববার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চসহ সব ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জেডএস/