খেলাধুলা

সাউদির বিদায়ী টেস্ট জয় দিয়ে রাঙালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

বিশাল ব্যবধানের জয়ে টিম সাউদিকে বিদায় দিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সামনে ছিল ৬৫৮ রানের লক্ষ্যমাত্রা। তা পেরোতে গিয়ে তাদের ব্যাটিং লাইন-আপ ধসে গেছে ২৩৪ রানে। এতে ৪২৩ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে স্বাগতিকরা। 

ইংল্যান্ডের ইতিহাসে চতুর্থ বড় টেস্ট পরাজয় এটি। ইংল্যান্ড সিরিজ জিতলেও, কিউইদের শেষটা অন্তত ভালো হলো। আর তা টিম সাউদির কারণে আরও বেশি উজ্জ্বল হয়ে থাকবে।

সাউদি তার ক্যারিয়ারে ১০৭ টি টেস্ট খেলেছেন। শেষ টেস্টের প্রথম ইনিংসে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন এই পেসার।

চতুর্থ দিনের খেলা ২ উইকেট হারানো ইংল্যান্ড ১৮ রান দিয়ে শুরু করে। বেন স্টোকসের চোটের কারণে ৯ উইকেট নিতে হতো নিউজিল্যান্ডকে। ইংলিশদের ব্যাটে আশানুরূপ তেমন কিছু দেখা যায়নি। কেবল জ্যাকব বেথেল ৭৬, জো রুট ৫৪ রান করেছেন। ফর্মে থাকা হ্যারি ব্রুক ১ রান করে বিদায় নিয়েছেন।

নিউজিল্যান্ডের পক্ষে এই ইনিংসে ৪ উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। মোট ৭ উইকেট নিয়ে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ব্যাট হাতেও ৭৬ ও ৪৯ রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ড | টিম সাউদি | ইংল্যান্ড