বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ড্র হয়েছে। এরমধ্যে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই ক্রিকেটার।
ব্রিসবেন্ট টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিন। রোহিত শর্মাকে পাশে নিয়ে তিনি বলেন, ‘একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে এটাই আমার শেষ দিন হচ্ছে।‘
‘আমার মনে হয় একজন ক্রিকেটার হিসেবে আমার এখনো কিছু দেয়ার বাকি আছে। তবে আমি সেসব ক্লাব লেভেলের ক্রিকেটে দিতে চাই। তবে হ্যাঁ এটাই আমার শেষ দিন।‘
এরপর অশ্বিন তার দলনেতা রোহিত, তার কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে এক ধরনের সম্পর্ক আছে ভারতীয় ক্রিকেটারদের।
সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেননি অশ্বিন। আবেগ ধরে রেখে অবসর-বার্তা জানিয়ে তিনি সম্মেলনকক্ষ ত্যাগ করেন।
ভারতের হয়ে ১০৬ টি টেস্ট খেলেছেন অশ্বিন। তিনি ৫৩৭ টি উইকেট সংগ্রহ করেছেন। অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে ভারতের শীর্ষ উইকেটশিকারি বোলার টেস্ট ক্রিকেটে। অশ্বিন এই তালিকায় আছেন দ্বিতীয় স্থানে।
টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ৬ টি শতক ও ১৪ টি ফিফটি সহ ৩৫০৫ রান সংগ্রহ করেছেন অশ্বিন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই ক্রিকেটার ১১৬ টি ওডিআই, ৬৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই সংস্করণে যথাক্রমে ১৫৬ ও ৭২ টি করে উইকেট নিয়েছেন।
এম এইচ//