বিএনপি

রাজনীতি করি,আমরা ভোটের কথা বলব, এটাই স্বাভাবিক : তারেক রহমান

অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি। আমরা রাজনীতি করি, আমরা ভোটের কথা বলব,এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে  গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর এবং টাঙ্গাইলে পৃথকভাবে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। আগামী নির্বাচন করেই কি আমরা ক্ষান্ত দিয়ে দেব? না, আমরা আগামী নির্বাচন করে পরের নির্বাচনের জন্য কাজ করব।এখন কথায় চিড়া ভিজবে না আপনাকে কাজ করে প্রমাণ করতে হবে, জনগণকে বোঝাতে হবে। নির্বাচনের পর আবার আপনাকে সেসবের প্রমাণ দিতে হবে

টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের প্রসঙ্গ টেনে তিনি বলেন,এর অর্থ ছিল জনগণের রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা এবং নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থা, রাজনীতি, বিচারব্যবস্থা, যাই বলা হোক না কেন, সেগুলোতে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে

দলের দুষ্ট লোকদের টাইট দিয়ে রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কিছুসংখ্যক লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের কষ্টে পানি ঢেলে দিচ্ছে। পরিবারে দুষ্ট লোক থাকলে তাঁদের একটু টাইট দিয়ে রাখতে হয়, যেন পাশের বাড়ির আমগাছটায় ঢিল না মারে। আমাদের দলের ভেতরেও এমন দুষ্ট থাকতে পারে। এদের টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝে হোক না বুঝে হোক, দলের ক্ষতি করে ফেলছে।

প্রসঙ্গত, আজকের কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় তিনহাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন তারেক রহমান