নারায়ণঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কার চাপায় নিহত হয়েছেন মুহতাসিম মাসুদ(২২)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ গাড়ির চালকসহ তিন জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত তিনটার দিকে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের স্টেডিয়াম এলাকায় দুর্ঘটনার পর তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতরাতে ৩ বুয়েট শিক্ষার্থী পূর্বাচলে ঘুরতে আসেন। এ সময় তাদের বাইক ৩শ ফুট সড়কের পুলিশ চেকপোস্টে দাড়িয়ে ছিলো। একই সময় একটি প্রাইভেটকার তাদের উপর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত হয় আরও দুজন।
এ সময় স্থানীয়রা ও কর্তব্যরত পুলিশ ঘাতক প্রাইভেটকার আটক করে তল্লাশি করে। তল্লাশীতে ১ ক্যান বিয়ার,বিদেশী মদের খালি বোতল পাওয়া যায়।পাশাপাশি গাড়ীর চালক ও সহযোগী যাত্রীসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে।
আটক অপর দুই জন হলেন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরী
এদিকে এ শিক্ষার্থী নিহতে ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে পলাশীর মোড়ে বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ৩০০ ফিট রাস্তায় সাবেক সেনা কর্মকর্তার ছেলে সাদমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদকে হত্যা করে। ওই ঘটনায় আহত হয়েছে একই ব্যাচের অমিত সাহা ও মো. মেহেদি হাসান খান।
আহত অমিতের বরাত দিয়ে তারা বলেন, পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিল। এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে তারা সুস্পষ্ট প্রমাণও পেয়েছেন।
আই/এ