ক্রিকেট

বিসিবি চাইলে অধিনায়কত্ব নিতে রাজি লিটন

জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে চান বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাছাড়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকতে না পারায় শান্তর অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টির অস্থায়ী নেতৃত্বে ছিলেন লিটন কুমার দাস।

 

তবে অস্থায়ী থেকে স্থায়ী ভাবে বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত আছেন লিটন। তার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এমন দুর্দান্ত সাফল্যের পর পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব নেওয়ার ব্যাপারে লিটন বলেন, বিসিবি যদি তাকে দায়িত্ব দেয় তাহলে অধিনায়কত্ব নিতে রাজি তিনি।

লিটন বলেন, ‘বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই।বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।'

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন অধিনায়কত্ব | লিটন