বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে দেশের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। আজ সকাল থেকেই ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। দিনের তাপমাত্রা তুলনামূলক কম হলেও বাতাসে জলীয়বাষ্পের প্রভাব রয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশের ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘু চাপ খুলনা ও বরিশাল উপকূল দিয়ে প্রবেশ করেছে। বাতাসে ধুলাবালি ও জলীয়বাষ্প মিশে একধরনের অস্বস্তিকর পরিবেশ খেয়াল করা যাচ্ছে। এই লঘুচাপ উত্তরপশ্চিম দিকে সামান্য অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এম এইচ//