বিনোদন

আইবুড়োভাতে কী কী খেলেন শ্বেতা-রুবেল

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আসছে ১৯ জানুয়ারি তাদের বিয়ের তারিখ বলে শোনা যাচ্ছে। রোববার (২২ ডিসেম্বর) তারা জমকালো আয়োজনে প্রথম আইবুড়োভাত খেলেন।.

বন্ধুদের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল পোলাও, সাদা ভাত, পাঁচ ভাজা, মাছ-মাংস, পায়েস, কেকসহ আরও অনেক কিছু। খাবারের টেবিলে প্রধান আকর্ষণ ছিল বিশাল মাছের মুড়ো। রুবেল মজার ছলে সেই মাছের পাত্র নিয়ে শ্বেতাকে বরণ করেন। যুগল একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে মুহূর্তগুলোকে আরও রঙিন করে তুললেন।

১৫ ডিসেম্বর দুই পরিবারের ঐক্যবদ্ধ আশীর্বাদে শুরু হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ফুল দিয়ে সাজানো হয়েছিল আশীর্বাদের মঞ্চ। সেদিন শ্বেতা পরেছিলেন নীল রেশমের শাড়ি, সোনালি বুটি এবং সোনার গয়না। রুবেল পরেছিলেন একই রঙের পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামা।

আইবুড়োভাতের পর থেকে বিয়ের দিন পর্যন্ত তাদের নিমন্ত্রণ পর্ব চলতে থাকবে। প্রতিটি মুহূর্তই তাদের জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে উঠছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন শ্বেতা-রুবেল | আইবুড়োভাত