খেলাধুলা

মিরপুরে ক্ষুব্ধ দর্শকদের স্টেডিয়াম গেট ভাঙচুর

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

টিকিট না পেয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে গতকাল। আজ তার চূড়ান্ত রূপ নিয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন ক্ষুব্ধ দর্শকরা। এমনকি মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছেন তারা।

আজ বেলা ১১ টার দিকেই স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। টিকিট বুথে টিকিট পাননি। তখন এক পর্যায়ে তারা ব্যানার ফেস্টুন ভাঙতে শুরু করেন। এরপর কয়েকটি লোহার গেটও ভেঙে ফেলেন তারা। তাদের এই হৈ-চৈ ও বিক্ষোভের মাঝে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন।

মিরপুরে এখন উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মিরপুর | ভাঙচুর