বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। মিরপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রংপুর।
রংপুর অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো করেনি। পরপর দুই ওভারে স্টিভেন টেইলর ও অ্যালেক্স হেলস বিদায় নিলে কিছুটা চাপেই পড়ে দলটি। টেইলর ৭ বলে ১৪ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন। অন্যদিকে হেলস আলাউদ্দিন বাবুর ডেলিভারিতে বোল্ড হয়ে বিদায় নেন।
দুই উইকেট পতনের পর সাইফ হাসান ও ইফতিখার আহমেদ মিলে জুটি গড়ে তোলেন। দুজনেই ৪০ এর ঘরে ফিরেছেন। দলীয় ১০৯ রানে ৩৩ বলে ৪০ রান করে ফিরেছেন সাইফ। এর কিছুক্ষণ বাদে ইফতিখার আহমেদও ফিরেছেন ৩৮ বলে ৪৯ রান করে।
ততক্ষণে খুশদিল শাহ দলের হয়ে অন্যপ্রান্তে দাঁড়িয়ে গেছেন। অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান মারকুটে ব্যাট করতে থাকেন। সোহান ১১ বল খেলে ৬ টি বাউন্ডারিতে ২৫ রান করেছেন। খুশদিল অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৬ রান করে।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সক্ষম হয় রংপুর রাইডার্স।
ঢাকার পক্ষে বল হাতে আলাউদ্দিন বাবু একাই ৩ উইকেট নিয়েছেন।
এম এইচ//