বিএনপি

স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও লুকিয়ে আছে : তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি: সংগৃহীত

স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে তারেক রহমান র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন। 

তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। গোলাম রব্বানীরা এ কথাগুলোই বলতে চেয়েছিল, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রব্বানীদের কথা বলতে দেয়নি, শুনতে চায়নি। এ কারণে তারা হাজার হাজার গোলাম রব্বানীকে হত্যা করেছে, লাখ লাখ পরিবারকে নির্যাতিত করেছে।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ সময় এসেছে, অবস্থার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে।    

প্রসঙ্গত, ২০১৪ সালে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি