রাজনীতি

সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চালাতে হবে: ড. মঈন খান

বায়ান্ন প্রতিবেদন

সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আগে সংস্কার পরে নির্বাচন–কোনো অর্থ বহন করে না। সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চালাতে হবে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

বুধবার (০১ জানুয়ারি) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন।

স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেকে।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ড. মঈন খান | সংস্কার | নির্বাচন