বাংলাদেশ

সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া বিসিএস ৪৩তম ব্যাচের চাকরিপ্রার্থীরা। মন্ত্রণালয় থেকে দেয়া দ্বিতীয় প্রজ্ঞাপনে কেনো বাদ পড়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ের সামনে তারা বিভিন্ন প্রশ্ন ও দাবি উত্থাপন করতে থাকেন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয় ৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন। সেখান থেকে ২৬৭ জন চাকরিপ্রার্থী বাদ পড়েছেন। আজ সচিবালয়ের সামনে জড়ো হয়ে তারা নিজেদের বাদ পড়ার কারণ জানতে চেয়েছেন। পাশাপাশি দাবি রেখেছেন, তাদের যেন প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৩তম বিসিএসের নিয়োগের জন্য ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এরপর গত ৩০ ডিসেম্বর আবারও প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন প্রজ্ঞাপনে ১৬৮ জন বাদ পড়েন।

৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়। তাদের আগামী ১৫ জানুয়ারি চাকরিতে যোগদান করার কথা বলা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। এরপর গত বছরের সেই ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে ৯৯ জন বাদ পড়েন। এতে সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে ২৬৭ জন চাকরিপ্রার্থী বাদ পড়েছেন।

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন জনপ্রশাসন মন্ত্রণালয় | বিসিএস | ৪৩তম বিসিএস | সচিবালয়