খেলাধুলা

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছে।

ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, শান্ত অবশেষে আমাদের জানিয়েছে, সে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন। আমরা এটা গ্রহণ করেছি। আর যেহেতু এখন আমাদের টি-টোয়েন্টি খেলা নেই, আমাদের হাতে সময় আছে। তাই নতুন কোনো অধিনায়ক এখনই নিচ্ছি না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যেখানে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। লিটনের অধিনায়কত্ব বেশ প্রশংসিত হয়েছে কিছুদিন আগেই শেষ হওয়া সেই সিরিজে। সবকিছু ঠিক থাকলে লিটনের ওপর টি-টোয়েন্টি সংস্করণে ভরসা রাখতে পারে বিসিবি।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও, ওডিআই ও টেস্ট সংস্করণে শান্ত অধিনায়ক ছাড়ছেন। আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নাজমুল হোসেন শান্ত | অধিনায়ক | টি-টোয়েন্টি