এক দিন বিরতি দিয়ে আজ মিরপুরে আয়োজন হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বিপিএলের টিকিট না পেয়ে টিকিট বুথে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
স্টেডিয়ামের সুইমিংপুল সংলগ্ন ৫ নম্বর গেটের টিকিট বুথে আগুন দেয়া হয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ বলছে, বিপিএলের টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে উৎসুক জনতা বুথে আগুন দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে।
জানা যায়, সকাল থেকে টিকিট নেয়ার অপেক্ষায় ছিল দর্শকরা। এক পর্যায়ে তারা জানতে পারে বুথে টিকিট নেই। এরপর জনতা তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকে। এক পর্যায়ে বুথ ও এর আশপাশ ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।
এর আগে, বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট না পাওয়া নিয়ে দর্শকরা ক্ষোভ দেখিয়েছেন। তারা স্টেডিয়ামের বাইরে থাকা ব্যানার ভেঙে ফেলেন।
এম এইচ//