বেশ জমজমাট এক ম্যাচ হয়ে গেল নিউজিল্যান্ডের নেলসনে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২১১ রান তুলতে পারে স্বাগতিকরা। এতে ৭ রানে হেরে যায় তারা।
২০০৬ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সংস্করণে আবারও জয় পেলো শ্রীলঙ্কা।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত ছিল নিউজিল্যান্ডের। তবে এই ম্যাচ জেতাটা শ্রীলঙ্কার জন্য স্বস্তির হয়ে থাকবে। বিশেষ করে কুশল পেরেরার ইনিংস তো মনে থাকবে সবসময়। তার ৪৬ বলে ১০১ রান, শ্রীলঙ্কার হয়ে এক রেকর্ড। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বলের নিচে কোনো লঙ্কান ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি।
নেলসনে ৪৪ বলে সেঞ্চুরি করেছেন পেরেরা। তার ১০১ রানের ইনিংসে ১৩ টি চার ও ৪ টি ছক্কা ছিল।
শ্রীলঙ্কার হয়ে ব্যাট চালিয়েছেন চারিথ আসালাঙ্কা। তার ব্যাটে আসে ২৪ বলে ৪৬ রানের ইনিংস। এছাড়াও পাথুম নিশানকা ১৪ (১২), কুশল মেন্ডিস ২২ (১৬), আভিশকা ফার্নান্দো ১৭ (১২) রানের ইনিংস খেলেন।
নিউজিল্যান্ড অবশ্য ব্যাট হাতে ভালো জবাব দিয়েছে। রাচিন রবীন্দ্র যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তার ব্যাটে আসে ৩৯ বলে ৬৯ রানের ইনিংস। বাকি ব্যাটাররা লম্বা দৌড় দিতে না পারলেও ছিলেন কার্যকরী। যেখানে টিম রবিনসন ২১ বলে ৩৭ রান, ড্যারিল মিচেল ১৭ বলে ৩৫ রান করেন।
শেষ ওভারে ম্যাচ জিততে ২২ রান প্রয়োজন ছিল। বিনুরা ফার্নান্দোর সেই ওভারে আসে ১৪ টি রান।
মিচেল স্যান্টনার ১০ বলে ১৪ ও জাকারি ফকস ১৩ বলে ২১ রান নিয়ে অপরাজিত ছিলেন।
এম এইচ//