খেলাধুলা

সিডনি টেস্টের অজি একাদশে নতুন অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার)। সিডনি টেস্টের আগে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার মিচেল মার্শকে একাদশ থেকে বাদ রেখেছে অজি দল। মার্শের বদলে একাদশে সুযোগ পেয়েছেন বিউ ওয়েবস্টার। এই  অজি অলরাউন্ডারের অভিষেক হচ্ছে আগামীকাল।

সবশেষ চার ম্যাচে ব্যাট ও বল হাতে খুব একটা কার্যকরী হতে পারেননি মার্শ। তিনি ৭ ইনিংস খেলে ৭৩ রান করেছেন। যেখানে ৬ ইনিংসে বল করে ৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে অভিষেক হতে যাচ্ছে ওয়েবস্টারের। ২০২৩-২৪ মৌসুমে শেফিল্ড শিল্ডে ৯৩৮ রান সংগ্রহ করেন ওয়েবস্টার। সংগ্রহ করেন ৩০ টি উইকেট। চলতি মৌসুমে ৫০ দশমিক ৫০ গড় নিয়ে ৩০৩ রান করেছেন এই অলরাউন্ডার। চার ম্যাচ খেলে ৯ উইকেট সংগ্রহ করেছেন।

শুক্রবার, বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচ। 

অস্ট্রেলিয়ার সিডনি টেস্টের একাদশ: স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুশে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রেলিয়া একাদশ | সিডনি টেস্ট | বোর্ডার-গাভাস্কার