জাসপ্রীত বুমরাহ ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন? এই প্রশ্ন জাগছে সমর্থক-দর্শকদের। এই প্রশ্নের উত্তর জানা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি। এরমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড চূড়ান্ত করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বেঙ্গালুরুতে একটি পিঠের স্ক্যানের মধ্যে দিয়ে যেতে হয়েছে বুমরাহকে। বিসিসিআই এর মেডিকেল স্টাফ ভারতীয় ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেবে।
চ্যাম্পিয়নস ট্রফির ঘোষিত ভারতীয় স্কোয়াডে আছেন বুমরাহ। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে হওয়া সিরিজ খেলতে পারছেন না বুমরাহ।
এই বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে চোট পান বুমরাহ। এরপর থেকে আর বোলিং করতে পারছেন না তিনি।
বুমরাহ যদি খেলতে না পারেন, সেক্ষেত্রে হারশিত রানা ভারতীয় স্কোয়াডে যোগ দিতে পারেন।
এমএইচ//