বিনোদন

আবারও শোবিজ তারকাদের সেলিব্রিটি ক্রিকেট লিগ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর, ফের মাঠে নামতে যাচ্ছে সেই সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)।  তবে এবারের আসর একেবারে নতুন রূপে হাজির হচ্ছে নাম পরিবর্তন হয়ে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আসছে ৫ মে থেকে দেশের শীর্ষ তারকাদের ক্রিকেটের ময়দানে উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে পারবেন দর্শকরা।

২০২৩ সালে শেষবার মাঠে গড়ানো সিসিএল ছিল অনেকটা ইনডোর ক্রিকেটের আসর। তবে এবারের সিসিটি হবে সম্পূর্ণ আউটডোরে।  আর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ম্যাচের ফরম্যাট।  এবার খেলা হবে পুরো টি-২০ ফরম্যাট অনুসারে।  যেখানে ফ্লাডলাইটের আলোয় প্রতিটি ম্যাচ হবে ।  আগের ৬ ওভারের বদলে এখন প্রতিটি দলের জন্য থাকবে ২০ ওভার।

এই আকর্ষণীয় টুর্নামেন্টে চারটি দল—গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স অংশ নিচ্ছে। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।  টুর্নামেন্টে খেলবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরীসহ অনেক তারকা।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এই টুর্নামেন্ট নিয়ে গণমাধ্যমকে বলেন, এটা শুধুই খেলা নয়, এটা আমাদের জন্য এক ধরনের গেট টুগেদার।  আগেরবার ইনডোরে খেলা হয়েছিল, কিন্তু এবার হবে আউটডোরে, আন্তর্জাতিক নিয়মে।  দুটোতেই পার্থক্য থাকবে।  ক্রিকেট আমাদের ভালোবাসার খেলা কিন্তু আমাদের শোবিজের ব্যস্ততার মাঝে খেলার জন্য খুব একটা সময় পাওয়া যায় না । সুতরাং, এই টুর্নামেন্টে খেলতে আসা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে।  আশা করছি, এটি একটি সুন্দর আয়োজন হবে।

আজই (বৃহস্পতিবার)  ট্রফি উন্মোচন হবে।  এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলগুলোর খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে।  

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) | মাঠে