কুমিল্লার চান্দিলা উপজেলায় ঢাকা-চিট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উলটে যাওয়ায় যান সড়ক বন্ধ হয়ে প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা।
বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার নীরিতলা এলাকায় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল।
তিনি বলেন, ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার গণমাধ্যমকে জানিয়েছেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
এমএ//