কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি)ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনিয়ে টানা সাত রাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।
তবে ভারতীয় গণমাধ্যমে বরাবরের মতো এ ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গেলো ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের ভারতীয় ভিসা বাতিলসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।
এর জবাবে পাকিস্তান ভারতে পরমাণু হামলার হুমকিসহ ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এছাড়া সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় নাগরিকদের পাকিস্তানি ভিসা বাতিল, বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তান।
এমএ//