বিকৃত যৌনাচার ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল মোহাম্মদ মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিওতে দেখা যায়, দুই নারী চাবুক দিয়ে এক পুরুষকে পেটাচ্ছেন। চাবুক ছাড়াও নানাভাবে ওই পুরুষের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।
পুলিশ জানায়, বিডিএসএম নামে একটি চক্র দীর্ঘদিন ধরে বিকৃত যৌনাচার চালিয়ে আসছে । গোপন সংবাদের ভিত্তিতে চক্রের দুই নারী সদস্যকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সেখানে থেকে বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ওসি মাজহারুল জানান, গ্রেপ্তারকৃত দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে//