আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আনাদোলু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আরও ৩৫ নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০৯ জন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরষ্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয় আহত হওয়া ১০৯ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ১৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেনা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গেলো ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৬ হাজার মানুষ আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে দখলদার বর্বর বাহিনী। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | ইসরাইল