গেলো বছরের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যা কশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সাকিবকে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় ইসিবি।
এরপর বার্মিংহামের লাফবোরোর ল্যাবেই ও চেন্নাইয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। তবে তৃতীয়বারের চেষ্টায় সফল হন তিনি। লা ফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টে উত্তীর্ণ হন সাকিব।
বোলিংয়ে নিষেধাজ্ঞায় থাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাননি সাকিব। শুধু স্পিনার হিসেবে টাইগার অলরাউন্ডারকে দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়া নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে কথা বলেন সাকিব। সেখানে সাবেক এই টাইগার অধিনায়ক বলনে, 'আমার কোনো অভিযোগ নেই, তবে যোগাযোগটা ভালো হলে আমি আরও খুশি হতাম।'