প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বেড়েছে চলতি মাসের প্রথম ২০ দিনে, যা নতুন রেকর্ড গড়তে পারে বলে আশা করা হচ্ছে। মার্চ মাসের মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৭৩৭ কোটি টাকা। রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গেলো দুই মাসের তুলনায় মার্চে রেমিট্যান্স প্রবাহ অনেকটাই বেড়েছে। জানুয়ারির প্রথম ২২ দিনে দেশে এসেছিল ১৪৭ কোটি ৪০ লাখ ডলার, আর ফেব্রুয়ারিতে এসেছিল ১৯২ কোটি ৯৯ লাখ ডলার। বিশেষজ্ঞদের মতে, আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন, ফলে বৈদেশিক আয়ের এই প্রবাহ অব্যাহত থাকলে মার্চ মাসে নতুন রেকর্ড গড়তে পারে।
মার্চের প্রথম ২২ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, বিদেশি ব্যাংকে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ২২ মার্চের উল্লেখযোগ্য রেমিটেন্স প্রবাহ ছিলো ১ মার্চ ৩ কোটি ৮০ হাজার ডলার, ২-৮ মার্চ ৭৮ কোটি ৪২ লাখ ডলার, ৯-১৫ মার্চ ৮৪ কোটি ১৮ লাখ ২০ হাজার ডলার, ১৬-২২ মার্চ ৭৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার ডলার।
গেলো ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ ডলার।
২০২৪ সালের পুরো বছরে দেশে এসেছে ২,৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। এর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে (২৬৩ কোটি ৮৭ লাখ ডলার), সর্বনিম্ন ছিল জুলাইতে (১৯১ কোটি ৩৭ লাখ ডলার)
অর্থনীতিবিদদের মতে, আসন্ন ঈদ উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন, যা রেমিট্যান্স প্রবাহ বাড়ার প্রধান কারণ। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে মার্চ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এমএ//