সিডনি টেস্টই সম্ভবত রোহিত শর্মার শেষ টেস্ট! একাদশে না থাকার পর রোহিতকে নিয়ে এমন আলোচনা চলছিল। মাঠে যেমন হয়েছে, মাঠের বাইরেও পত্র-পত্রিকায় এমন লেখা হয়েছে। তবে রোহিত আজ, শনিবার (৪ জানুয়ারি) নিজেই জানালেন এ প্রসঙ্গে।
সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছে। মধ্যাহ্নভোজের বিরতির সময় স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি সেখানে বলেন, ‘আমার জীবন কীভাবে যাবে, তা ধারাভাষ্যকক্ষে যারা বসে আছেন কিংবা ল্যাপটপে যারা লেখেন- তারা ঠিক করবেন না। অনেক দিন ধরে খেলছি- তারা ঠিক করবেন না, আমি কখন খেলবো, কীভাবে খেলবো, কখন অধিনায়কত্ব করবো কিংবা কখন সরে যাব।‘
এরপর তিনি বিলেন, ‘আমারও বিবেচনাবোধ আছে, আমি একজন পরিণত মানুষ, দুটি সন্তানের বাবা। আমারও কিছু বুদ্ধিশুদ্ধি আছে এবং জীবনে কী চাই, সেটা আমি জানি।’
সিডনি টেস্টে না খেলাটা অবসরের কোনো ইঙ্গিত দেয় না। তিনি এখনই সরে যাচ্ছেন না। এমনটি উল্লেখ করে রোহিত বলেন, ‘এটা অবসর নেয়ার সিদ্ধান্ত নয়। আমি খেলাটি থেকে সরে দাঁড়াচ্ছি না। কিন্তু এই ম্যাচ খেলছি না, কারণ ব্যাটে রান পাচ্ছিলাম না। এখন থেকে আগামী দুই কিংবা পাঁচ মাসের মধ্যে যে রান করব, সেই নিশ্চয়তাও নেই। আমি অনেক ক্রিকেট দেখেছি, প্রতিটি মিনিটে, সেকেন্ডে, প্রতিদিন জীবন পাল্টায়। সবকিছু পাল্টাবে, সেটা আমিও বিশ্বাস করি। কিন্তু এর পাশাপাশি আমাকে বাস্তববাদীও হতে হবে।‘
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট খেলেননি রোহিত। সেসময় তিনি পারিবারিক কারণে ছুটিতে ছিলেন। এর পরের ৩ টেস্ট খেলে যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯ রান সংগ্রহ করেন এই ব্যাটার। রোহিত না থাকায় সিরিজের শেষ টেস্টে জাসপ্রীত বুমরাহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
এম এইচ//