দেশের আর্চারির বড় দুই খেলোয়াড় রোমান সানা ও দিয়া সিদ্দিকী পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শোনা যাচ্ছে এমন কথা। তবে তাঁরা ঘুরতে গেছেন, নাকি স্থায়ীভাবে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
২০২১ সালে বাংলাদেশ আর্চারি দল বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল এই দুই আর্চার। সেই দলের অসীম কুমার ও আবদুল হাকিম রুবেল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।
আর্চার এই দম্পতির আমেরিকা যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিয়ার বাবা নুরে আলম সিদ্দিকী, ‘গত শনিবার তারা দেশ ত্যাগ করে। বুধবার ওদের সঙ্গে আমার কথা হয়েছে। তবে কোন শহরে আছে বলতে পারব না।’
বাংলাদেশ আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ দিয়া-রোমানের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা জেনে অবাক হয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমি শুনেছি ওরা যুক্তরাষ্ট্রে গেছে। শুনে অবাক হয়েছি। ওরা আমাকে কিছু বলেনি।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমি যতদূর শুনেছি, এক সপ্তাহে হয়েছে ওরা যুক্তরাষ্ট্রে গিয়েছে। ফেডারেশনকে বলে যায়নি। ছুটিতে থাকা অবস্থায় দেশ ছেড়েছে। তবে ওদের পারফরম্যান্স ভালো ছিল না। তাই তাদের চলে যাওয়াতে আরচারির ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের পাইপলাইনে ভালো আরচার আছে।’