ফুটবল

অনুশীলনে ফিরেছেন লামিনে ইয়ামাল

গত ১৬ ডিসেম্বর লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পান লামিনে ইয়ামাল। তখন ধারণা করা হয়েছিল, চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে তার।  তাই ইয়ামাল মিস করতে পারেন স্প্যানিশ সুপার কাপের ম্যাচ।

তবে কাটিয়ে অনুশীলনে ফিরেছেন স্প্যানিশ এই তারকা স্ট্রাইকার।  গতকাল বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন লামিনে

আগামী  শনিবার কোপা দেল রের শেষ বত্রিশে বার্বাস্ত্রোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচে ইয়ামালের খেলার সম্ভাবনা নেই। এরপর বুধবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে কাতালুনিয়ান ক্লাবটি।  এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ইয়ামাল।

 

চলতি মৌসুমে বার্সার হয়ে দারুণ ছন্দে আছেন ইয়ামাল সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেছে ৬টি, অ্যাসিস্ট আছে ১১টি গোলে।

এ সম্পর্কিত আরও পড়ুন লামিনে | ইয়ামাল