আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের আগ্রহ দেখা দিয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল)। আসন্ন পিএসএলে বাংলাদেশের ৮ জন খেলোয়াড় প্লেয়ার্স ড্রাফটে আছেন। শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে তাদের।
আগামী শনিবার (১১ জানুয়ারি) পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
পিএসএলের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ৮ জন বাংলাদেশি হলেন; সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।
পিএসএলে পাকিস্তানের বাইরে তারকা খেলোয়াড়দের মধ্যে নাম আছে ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, ক্রিস লিন, মার্টিন গাপটিল, টিম সাউদি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, রিজা হেনড্রিকস।
এছাড়াও শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আফগানিস্তান থেকে আরও তারকা খেলোয়াড়দের দেখা যাবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থাকায়, এ বছর ৮ এপ্রিল থেকে ১৯ মে’র মধ্যে পিএসএল আয়োজন করার কথা ভাবছে পিসিবি। একইসময় ভারতে চলবে আইপিএলের আসর।
এম এইচ//