জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই ঘোষণাপত্রের খসড়া হবে : প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে সেই আলোকে সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে  আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটি নিয়ে কাজ হচ্ছে। এটা নিয়ে সামনে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথাবার্তা হবে। সে আলোকেই খসড়া হবে। তাঁরা আশা করছেন, এ নিয়ে সামনে আরও অগ্রগতি দেখা যাবে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আলোচনা হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি

১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের বেঁধে দেয়া সময়সীমা সম্পর্কে তিনি বলেন,  আমরা আমাদের ঘোষণায় কিন্তু বলেছিলাম, কিছুদিনের মধ্যে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সাগর রুনির হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেস সচিব