দেশজুড়ে

পটুয়াখালীতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ঘন কুয়াশার সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া। উপজেলায় এ বছরের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় শীতার্ত মানুষে সহায়তায় তাদের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১ টায় এসব শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমান।

সরেজমিনে দেখা যায়, প্রথমে  সকাল ১১ টায় উপজেলা ভবনের সামনে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি। পরে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে মানতা সম্প্রদায়ের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।

মানতা সম্প্রদায়ের মানুষ কখনো ইউএনও এর হাত থেকে কম্বল পায়নি। তাই প্রথমবারের মত ইউএনও এর হাত থেকে কম্বল পেয়ে তারা অত্যন্ত খুশি।

এছাড়া গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দুই শতাধিক এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন পটুয়াখালী