খেলাধুলা

জুনে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, ফরম্যাটে নতুনত্ব

স্পোর্টস ডেস্ক

ছবি: সাফ

আগামী ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের তারিখ নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টটি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এ বিষয়ে সব সদস্য দেশের সঙ্গে আলোচনা হবে। কোনো অসুবিধা তৈরি হলে, তখন নির্দিষ্ট একটি ভেন্যুতেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বুধবার (৮ জুন) নেপালের কাঠমান্ডুতে সাফ সভাপতি কাজী সালাহউদ্দিদের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

গণমাধ্যমে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, এবারের সাফ ১৫ জুন থেকে ৫ জুলাই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা শিগগিরই সব সদস্যদেশের ফেডারেশনের সাধারণ সম্পাদকদের চিঠি দেব। এ নিয়ে সব দেশের সঙ্গে আলোচনা করব। সমস্যা হলে নির্দিষ্ট ভেন্যুতে সাফ হবে। তবে আমাদের লক্ষ্য হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্টটি আয়োজনের।

এই সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। ২০২৬ সাল থেকে পুরুষ ও নারী দুই বিভাগেই ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর ৮ টি ক্লাব নিয়ে এই আয়োজন করতে চায় দক্ষিণ এশিয়া ফুটবলের এই নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সাফ চ্যাম্পিয়নশিপ