দেশজুড়ে

স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করলেন যুবলীগ নেতা

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় শাহীন (২৬) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতা আশিক বিরুদ্ধে। ঘটনার পর ওই যুবলীগ নেতা পলাতক রয়েছেন। আহত শাহীনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় এ গুলির ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা আশিক ও স্বেচ্ছাসেবক দলের কর্মী শাহীনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এসময় শাহীনকে লক্ষ্য করে গুলি ছুড়েন আশিক। পরে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান মাস্টার বলেন, আমি কর্মস্থলে ছিলাম। সেখান থেকে খবর পেয়েছি শাহীনকে গুলি করেছেন আশিক। যতদূর শুনেছি শাহীন একটি ছোট দোকান পরিচালনা করে আসছিল। দোকানে বিক্রির জন্য সিগারেট আনতে যাওয়ার সময় তার কাছে চাঁদা দাবি করেন আশিক ও তার সহযোগীরা। চাঁদা না দেয়ায় শাহীনকে গুলি করেন আশিক। শাহিন চাঁদার বিষয়টি আগেও আমাকে জানিয়েছিলেন। কিন্তু তিনি ছোট দোকানদার, তার কাছে চাঁদা চাওয়ার বিষয়টি আমি গুরুত্ব দিইনি

 

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে ওসি তদন্তসহ একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সাভার