বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অন্ধ হাফেজ শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৯ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকালে পাবনা সদরের দোগাছি মানিকতলা আব্দুস ছাত্তার হাফেজ অন্ধ মাদরাসা ও এতিম খানায় এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে দলের নেতাকর্মীরা এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দলের নেতাকর্মীরা সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহাপাঠ ও ধর্মীয় আলোচনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ শিবলী নোমান মুরাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবিব আকাশ, সহ দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, পৌর বিএনপির নেতা মোহম্মদ ফরিদ, যুগ্ন আহবায়ক শরিফ উদ্দিন প্রমুখ। দোয়ার অনুষ্ঠান শেষে অন্ধ হাফেজ শিক্ষার্থী ও উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
আই/এ