বিনোদন

জন্মদিনে নুসরাতের যে উপলব্দি

অভিনয়ের সঙ্গে বিতর্কের জন্যও প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন নুসরাত জাহান। কখনও তার ব্যক্তিগত জীবন, কখনও রাজনৈতিক কারণে বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু কোনও বিতর্কই যেন ছুঁতে পারে না তাকে। নিন্দকদের মন্তব্যে কান না দিয়ে নিজের জগতেই মন তার। সামাজিকমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়, নিজের জীবন নিয়ে আপাতত ব্যস্ত তিনি। জন্মদিনও যশের সঙ্গে একান্তেই সময় কাটালেন নুসরাত।

বিশেষ দিন পালন করতে স্বামী যশের সঙ্গে দুবাই বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নুসরাতকে। আবার যশের তরফ থেকেও এসেছে সোহাগী পোস্ট। তাই জন্মদিনের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার নুসরাত লিখলেন, ‘একরাশ কৃতজ্ঞতা নিয়ে আজ সকালে ঘুম থেকে উঠলাম। সত্যিই বেঁচে থাকতে পারা ও শ্বাস নিতে পারাই বড় প্রাপ্তি। ভাবতে পারা, জীবনকে উপভোগ করতে পারা ও ভালোবাসতে পারার মতো আর কী আছে!’

একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। নীল-সাদা রঙের পোশাকের সঙ্গে হালকা প্রসাধনী ও চোখে কালো রোদচশমা। এই সাজেই দুবাইেয়ের কোনও এক রেস্তরাঁয় জন্মদিনের উদ্‌যাপন সেরেছেন তিনি। টেবিলে সাজানো রংবেরঙের কাপ কেক, পানীয় ও ক্রসাঁ। এই একই রেস্তরাঁ থেকে ছবি ভাগ করে নিয়েছেন যশও। দুবাইয়ের হোটেলের ঝলকও ভাগ করেছেন নুসরাত।

শুভেচ্ছা পেয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমাকে যারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ। আমার প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছেন।’

জন্মদিন উপলক্ষে স্ত্রীর জন্য বিশেষ ভিডিও পোস্ট করে যশ লিখেছিলেন, ‘ঈশ্বর তোমায় সব খুশিতে ভরিয়ে দিক। একই সঙ্গে একজন শক্তিশালী মহিলা ও সঠিক গৃহবধূর গুণ তোমার মধ্যে রয়েছে। জীবনে তোমাকে পেয়ে আমি সত্যিই খুশি।’

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন নুসরাত জাহান