খেলাধুলা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

এবারও দল ঘোষণায় নিউজিল্যান্ডের নতুনত্ব

স্পোর্টস ডেস্ক

আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড চেষ্টা করে কিছুটা ব্যতিক্রম ঢঙ্গে দল ঘোষণা করতে। এবারও তেমনটা চোখে পড়লো। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে কিউইরা। এই একই দল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে।

নতুন ঢঙ এবার কিছুটা ‘হালকা’ ধরনের। প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। এই স্পিন বোলিং অলরাউন্ডার গ্যালারিতে একা বসে পুরো দল ঘোষণা করলেন। সেখানে নতুনত্ব ছিল প্রত্যেক খেলোয়াড়ের নামের সঙ্গে একটা করে বিশেষণ। যেমন মাইকেল ব্রেসওয়েল ‘বিস্ট’, লকি ফার্গুসন ‘থান্ডারবোল্ড’- এমন।

দুই বিশেষজ্ঞ পেসার বেন সিয়ার্স ও উইল ও’রউরকে আছেন নিউজিল্যান্ড দলে। অলরাউন্ডার নাথান স্মিথ সুযোগ পেয়েছেন। কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের মতো অভিজ্ঞ ব্যাটাররা আছেন কিউইদের ভরসার জায়গা হয়ে।

আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ খেলবেন লকি ফার্গুসন। তার বদলে স্ট্যান্ডবাই হিসেবে পেসার জ্যাকব ডাফিকে রাখা হয়েছে ত্রিদেশীয় সিরিজের জন্য। উইলিয়ামসন ও কনওয়ের জন্য এই সিরিজ খেলা কঠিন হতে পারে, কারণ তারা দক্ষিণ আফ্রিকার এসএ ২০ খেলা নিয়ে ব্যস্ত থাকবেন।

নিউজিল্যান্ড স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভিন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ওরুকর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নিউজিল্যান্ড #স্কোয়াড #চ্যাম্পিয়নস ট্রফি #দল ঘোষণা